সুন্দরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

- আপডেট সময় : ০১:২৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আশিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ও খানাবাড়ি এম ইউ দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইয়াকুব আলী, ভাটিকাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, আলহাজ্ব হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের প্রদর্শক ও বাংলাদেশ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহের আলম, সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা, এবং বিদ্যালয়ভিত্তিক শিক্ষা কার্যক্রম আরও প্রাণবন্ত করার নানা প্রস্তাব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে শক্তিশালী রাখতে শিক্ষক সমাজের ভূমিকা অনস্বীকার্য।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, ‘শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’
তিনি শিক্ষকদের পেশাগত দায়িত্ব, নৈতিক মূল্যবোধ ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।