সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উত্তরবঙ্গ ক্লাব ৯৪ এর বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী হরিপুর চিলমারী তিস্তা সেতু এলাকায় এই আয়োজন হয়।
সংগঠনের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, এডমিন আলমগীর হোসাইন, শাহিন মিয়া, মনজুরুল ইসলাম হিরা, এম মাহফুজার রহমান লেলিন, হাফিজা পান্না, আজমিরা বেগম শিউলি, আফজাল হোসেন, উপদেষ্টা আব্দুল লতিফ মিয়া, আবদুল কুদ্দুস মিয়া আবু সাঈদ মিয়া. মাসুদ খন্দকার, মুকুল মিয়া, নুরুন্নবী প্রামাণিকসহ অনেকে অংশ নেন।
মিলনমেলায় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
দিনব্যাপী আয়োজনে প্রীতি আলাপ, আলোচনা, স্মৃতিচারণ ও মধ্যাহ্নভোজের মাধ্যমে সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।
বক্তারা বলেন, উত্তরবঙ্গ ক্লাব ৯৪ শুধু একটি মিলনস্থল নয়, বরং এটি ঐক্য ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হয়ে উঠেছে।
আয়োজকেরা জানান, ভবিষ্যতে ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।