ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে ভাঙা ব্রিজে আট বছর ধরে দুর্ভোগ, দেখার কেউ নেই সুন্দরগঞ্জে তিস্তা নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে নারীর মৃত্যু ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন সুন্দরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন গাইবান্ধায় ফোর লেন প্রকল্পের পাইলিং মেশিনের তামার ক্যাবল চুরি, আটক ২ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার গ্রেফতার ও বরখাস্তের দাবিতে মানববন্ধন চরম ভোগান্তিতে বেরোবির ছাত্রী হলের শিক্ষার্থীরা অনার্স পড়ুয়া সাহুলের চিকিৎসায় শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের অর্থ সহায়তা সুন্দরগঞ্জে উত্তরবঙ্গ ক্লাব ৯৪ এর মিলনমেলা

সিঙ্গাইরে সরকারি খাল দখল করে স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সরকারি খাস জমির একটি খাল দখল করে স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের বাসিন্দা বছর উদ্দিন খাঁ ওই খালের জায়গা দখল করে ভবন নির্মাণ করছেন । স্থানীয়দের অভিযোগ, বিষয়টি জানার পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।খালে স্থায়ী ভবন নির্মিত হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হবে এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের ওপর ইটের দেয়াল তুলে, বাঁশ ও কাঠের স্ল্যাব বসিয়ে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খালের দু’পাশের পানি চলাচলের পথ বন্ধ করে দিয়ে স্থায়ী ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে ইট, সিমেন্ট, রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী মজুত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আফসার মিয়া বলেন, ‘এই খাল দিয়েই আমাদের এলাকার বর্ষার পানি বের হয়। ভবন নির্মাণ হলে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এখানে রাস্তা থেকে প্রায় ৩৫-৪০ ফুট জায়গা সরকারি খাস জমি। সেই পুরো জায়গাই দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে।’

অভিযুক্ত বছর উদ্দিন খাঁ বলেন, ‘জমিটি সরকারি হলেও চলাফেরার অসুবিধা হওয়ায় ভরাট করে রাস্তা তৈরি করছি। সরকার আমাদের নিষেধ করেনি। যদি নিষেধ করে, আমরা কাজ বন্ধ করে দেব।’

এ বিষয়ে জানতে চাইলে সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ বলেন, ‘সরকারি জমি দখলের কোনো সুযোগ নেই। তবে বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   

সিঙ্গাইরে সরকারি খাল দখল করে স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ

আপডেট সময় : ০২:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সরকারি খাস জমির একটি খাল দখল করে স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের বাসিন্দা বছর উদ্দিন খাঁ ওই খালের জায়গা দখল করে ভবন নির্মাণ করছেন । স্থানীয়দের অভিযোগ, বিষয়টি জানার পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।খালে স্থায়ী ভবন নির্মিত হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হবে এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের ওপর ইটের দেয়াল তুলে, বাঁশ ও কাঠের স্ল্যাব বসিয়ে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খালের দু’পাশের পানি চলাচলের পথ বন্ধ করে দিয়ে স্থায়ী ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে ইট, সিমেন্ট, রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী মজুত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আফসার মিয়া বলেন, ‘এই খাল দিয়েই আমাদের এলাকার বর্ষার পানি বের হয়। ভবন নির্মাণ হলে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এখানে রাস্তা থেকে প্রায় ৩৫-৪০ ফুট জায়গা সরকারি খাস জমি। সেই পুরো জায়গাই দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে।’

অভিযুক্ত বছর উদ্দিন খাঁ বলেন, ‘জমিটি সরকারি হলেও চলাফেরার অসুবিধা হওয়ায় ভরাট করে রাস্তা তৈরি করছি। সরকার আমাদের নিষেধ করেনি। যদি নিষেধ করে, আমরা কাজ বন্ধ করে দেব।’

এ বিষয়ে জানতে চাইলে সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ বলেন, ‘সরকারি জমি দখলের কোনো সুযোগ নেই। তবে বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’