সুন্দরগঞ্জে
বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মাণ, বাধা দিতে গিয়ে হামলায় আহত ৯

- আপডেট সময় : ০৭:২২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। নারী ও শিশুসহ আহত হয়েছেন ৯ জন। আহতদের কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল আজিজ (৭০) থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে। আব্দুল আজিজ ওই গ্রামের মৃত ছোবারত ব্যাপারীর ছেলে।
আহতরা হলেন, আব্দুল আজিজ, তার স্ত্রী মেহেনা বেগম (৬৫), ছেলে মোকছেদ আলী (৩৮), মেয়ে রোকছানা আক্তার (২৭), রুজিনা আক্তার রিয়া (২১), রাজেকা আক্তার (২৯), নাতি রেজওয়ান মিয়া (১৯), রাকিব মিয়া (১০) ও রাফি মিয়া (৭)।
অভিযোগে জানা যায়, মেহেনা বেগম ২০০৩ সালের ২ অক্টোবর জামাল মৌজার এসএ রেকর্ডীয় মালিকের কাছ থেকে ১৫ শতক জমি ক্রয় করেন এবং তখন থেকেই জমিটি তাদের দখলে রয়েছে। হঠাৎ রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের মৃত বসন্ত বর্মণের ছেলে স্বপন বর্মন (৪৩) জমিটির মালিকানা দাবি করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও একাধিক মামলা চলছে। বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে মামলা নং ৯২/২৫, ১৪৬/২৫, ৪৮২/২৫ ও ৪৬১/২৪ বিচারাধীন।
অভিযোগে আরও বলা হয়েছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘটনার দিন সকালে স্বপন বর্মন ওই জমিতে দেয়াল নির্মাণ শুরু করেন। এতে বাধা দিতে গেলে আব্দুল আজিজপক্ষের ৯ জন আহত হন।
এর আগে, গত ১২ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে স্বপন বর্মনসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে টিনের বাউন্ডারি ও একটি ছাপড়া ঘর ভেঙে ফেলে, ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে এবং টিনসহ মূল্যবান সামগ্রী লুটপাট চালায়। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’