নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের আসিয়ান সদস্যপদ প্রাপ্তির প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা ও পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা আসিয়ানের অংশ হতে চাই। এ ক্ষেত্রে আপনাদের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আশা প্রকাশ করেন, বর্তমানে আসিয়ানের সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়া বাংলাদেশের খাতভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার আবেদন মঞ্জুরে সক্রিয় ভূমিকা রাখবে।
তিনি বলেন, ‘আমরা চাই ধাপে ধাপে এগিয়ে গিয়ে পরবর্তীতে পূর্ণ সদস্যপদ অর্জন করতে।’
সাক্ষাৎকালে নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহণে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘এটি দেশের জন্য একটি মর্মান্তিক ক্ষতি।’
এ সময় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা বর্তমানে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ছাত্র-তরুণদের নেতৃত্বে দেশজুড়ে যে গণআন্দোলন গড়ে উঠেছে, তা ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রত্যাখ্যান।’
তিনি জানান, জুলাইয়ের গণজাগরণে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছে, যেখানে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে।
বাংলাদেশে শিল্প বিনিয়োগে মালয়েশিয়ার কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘এশিয়া যখন বার্ধক্যের দিকে এগোচ্ছে, বাংলাদেশ তখন বিশাল তরুণ জনগোষ্ঠী নিয়ে এগিয়ে চলেছে। আমাদের জনসংখ্যার অর্ধেকই ২৭ বছরের নিচে। এ দেশে শিল্প গড়ে তুললে দু'দেশেরই অর্থনীতি লাভবান হবে।’
সাক্ষাতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার জন্য আবেদন করে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2025 খবর প্রতিদিন. All rights reserved.