তিন ভেন্যুতে বিসিবির এনসিএল টি-টোয়েন্টি, বাড়ছে পরিসর

- আপডেট সময় : ০৩:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় ক্রিকেটারদের প্রস্তুতিতে বৈচিত্র্য আনতেই এবার বিসিবি তিন ভেন্যুতে আয়োজন করতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। গতবার শুধুমাত্র সিলেটের একটি মাঠে খেলা হলেও এবার মাঠ বাড়িয়ে বিস্তৃত হচ্ছে আয়োজন।
বিসিবির চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘গতবার সময় স্বল্পতায় এক ভেন্যুতে আয়োজন করতে হয়েছিল। এবার তিনটি ভেন্যু প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে গ্রাউন্ড কমিটিকে।’
টুর্নামেন্টের চূড়ান্ত সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে ১৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যেই খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। নান্নুর ভাষায়, ‘সম্ভবত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে টুর্নামেন্ট শুরু হবে।’
গত বছরের মতো এবারও অংশ নিচ্ছে আটটি দল—দেশের সাত বিভাগীয় শহর এবং ঢাকা মেট্রো। আনুষ্ঠানিকভাবে স্বীকৃত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টকে বিসিবি বলছে, ‘বিপিএলের আগে খেলোয়াড় যাচাইয়ের বাস্তব প্ল্যাটফর্ম।’
এক ভেন্যুর গণ্ডি ছাড়িয়ে তিন ভেন্যুতে বিস্তৃত এই আয়োজন নিঃসন্দেহে বোর্ডের ঘরোয়া ক্রিকেট কাঠামোতে পেশাদারিত্বের আরেকটি ধাপ।