গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার গ্রেফতার ও বরখাস্তের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৪:৩৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১০ বার পড়া হয়েছে

গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা শহরের ডিবি রোডে গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করেন সংবাদকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নারী সংবাদকর্মী দিশা আক্তারকে শারীরিকভাবে হেনস্থা এবং সাংবাদিক খায়রুল ইসলাম, মিলন খন্দকার ও দিশা আক্তারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন দুই প্রকৌশলী। অথচ দিশা আক্তার বাদী হয়ে মামলা করলেও এখনও তাদের গ্রেফতার করা হয়নি, যা গভীর উদ্বেগের বিষয়।
এ সময় বক্তারা ৭২ ঘণ্টার মধ্যে দুই কর্মকর্তাকে বরখাস্তসহ গ্রেফতারের আল্টিমেটাম দেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু ও খালেদ হোসেন, যুগ্ম সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য লালচান বিশ্বাস সুমন, জোবায়দুর রহমান জুয়েল, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. রেদওয়ানুর রহমান, পলাশবাড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনসহ অন্যান্য সাংবাদিকরা।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর তথ্য ও বিজ্ঞাপন সংগ্রহের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে গেলে উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথ সংবাদকর্মী দিশা আক্তারের ওপর চড়াও হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করেন। এসময় তিনি দিশার মোবাইল ফোন ছিনিয়ে নেন বলেও অভিযোগ রয়েছে।