গাইবান্ধায় ফোর লেন প্রকল্পের পাইলিং মেশিনের তামার ক্যাবল চুরি, আটক ২

- আপডেট সময় : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর ফোর লেন মহাসড়ক প্রকল্পের পাইলিং কাজে ব্যবহৃত মেশিনের তামার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের সহায়তায় দুই চোরকে আটক করে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা পুলিশে সোপর্দ করেন।
রবিবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। আটক হওয়া দুই চোর হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহবলা নয়াপাড়া গ্রামের নাজমুল হক নাজুর ছেলে স্বাধীন মন্ডল (২২) এবং গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামের আজিজার রহমানের ছেলে মোশাররফ (২৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের ফোর লেন প্রকল্পের আওতায় চলমান সাসেক-২ প্রকল্পের অধীনে পাইলিং মেশিনে ব্যবহৃত তামার ক্যাবল চুরির চেষ্টা চলছিল। সকালে প্রকল্পের কর্মীরা বিষয়টি টের পেয়ে দুই চোরকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের তামার তারসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
সাসেক-২ প্রকল্পের প্রকৌশলী সাহাদাত হোসেন বলেন, ‘দুইজন চোর চুরির সময় ধরা পড়ে। পরে আমরা তাদের পুলিশে দিই। পুলিশ ইতোমধ্যে তাদের নিয়ে পূর্বে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধারে অভিযান চালিয়েছে।’
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘ফোর লেন প্রকল্প থেকে তামার ক্যাবল চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’