হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ বড়চর (তালুগড়াই) গ্রামের অনার্স পড়ুয়া ছাত্র শুহরাদ আহমেদ সাহুল কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার রাতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জিএস ব্রাদার্সের স্বত্বাধিকারী ও সমাজসেবক গাজীউর রহমান গাজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী ও প্রকৌশলী নাছিম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাহুলের বাবা মোঃ ইদ্রিছ আলী, সমাজসেবক মকছুদ আলী, ইতালি প্রবাসী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপন, সাংবাদিক মো. মামুন চৌধুরী, শহীদুল ইসলাম, সমাজসেবক ফারুক আহমেদ প্রমুখ।
সভা শেষে সাহুলের বাবা মোঃ ইদ্রিছ আলীর হাতে নগদ ১ লাখ টাকা তুলে দেন শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গাজীউর রহমান গাজীসহ উপস্থিত নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2025 খবর প্রতিদিন. All rights reserved.